আজ ২৭শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই ফেব্রুয়ারি, ২০২৫ ইং

তিতুমীর কলেজের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ

আলোকিত কন্ঠ ডেস্কঃ সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে এবার ঢাকার মহাখালীতে রেলপথ অবরোধ করেছেন আন্দোলতরত শিক্ষার্থীরা।

এমন পরিস্থিতিতে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ও বিশৃঙ্খলা ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে সোমবার (৩ ফ্রেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে রেলপথ অবরোধ করেন তারা। এসময় ঢাকা রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসা একটি ট্রেন লাল পতাকা দেখিয়ে থামানো হয়।

এর আগে, দুপুর ১২টার পর দাবি আদায়ে গুলশান লিংক রোড অবরোধ করে বিক্ষোভ করেন সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সড়কের ওপর বাঁশ ফেলে যানবাহন চলাচল বন্ধ করে দেন তারা।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। অবরোধ চলাকালীন অ্যাম্বুলেন্স ও রোগী পরিবহনের গাড়ি ছাড়া অন্য গাড়ি চলতে দেবেন না।

এদিকে দাবি আদায়ে ১০ জন শিক্ষার্থী গত পাঁচ দিন ধরে তিতুমীর কলেজ গেটের সামনে অনশন করছেন। তাদের মধ্যে তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উল্লেখ্য, সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে বেশ কয়েকমাস ধরে আন্দোলন করে আসছিলেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। এই দাবিতে মিছিল, সড়ক-রেলপথ অবরোধ, স্মারকলিপি প্রদান, ক্লাস বর্জনসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ