আজ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৫ ইং

মানিকগঞ্জে আরবের সচেতনতামূলক কর্মশালা অনুষ্টিত

 

আব্বাসী,স্টাফ রিপোর্টারঃ মানিকগঞ্জে বেসরকরি সংস্থা আরব এর উদ্যোগে সচেতনতা মূলক কর্মশালা অনুষ্টিত হয়েছে।

গতকাল দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের লমুবাড়ী বিনোদা সুন্দুরী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও এসোসিয়েশন ফর রুরাল এডভান্সমেন্ট ইন বাংলাদেশ (আরব) এর যৌথ উদ্যোগে কর্মশালাটি অনুষ্টিত হয়।

এতে শিক্ষার্থীদের উদ্যেশ্যে মাদকের কুফল ও বিভিন্ন অধিকার সম্পর্কে সচেতনতা বাড়ানো, স্বাস্থ্য সুরক্ষায় ক্লাব পর্যায়ে করনীয়,তথ্য ও প্রযুক্তির সঠিক ব্যবহার,পড়ালেখার পাশাপাশি সাংস্কৃতিক ও ক্রীড়া চর্চা করা এবং ইউনিয়ন পর্যায়ে সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মকান্ড বাস্তবায়ন নিয়ে উপজেলা কমিটির করনীয় ইত্যাদি বিষয়ে সচেতনতা মূলক আলোচনা করেন আরব সংস্থার কৈশোর কর্মসূচির উপজেলা প্রোগ্রাম অফিসার তাপস ঘোষ।

এসময় আরব সংস্থার” কৈশোর কর্মসূচির আওতায় কিশোর-কিশোরী ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক, সাধারন সদস্য, শিক্ষার্থীবৃন্দ ও মেন্টরগন উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ