আজ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৫ ইং

মানিকগঞ্জে শ্রমিক দলের আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ

 

আব্বাসী,স্টাফ রিপোর্টারঃ মানিকগঞ্জে আফরোজা খান রিতাকে জেলা বিএনপির নতুন কমিটিতে আহ্বায়ক করায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন জেলা শ্রমিক দলের নেতাকর্মীরা।

সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ৩টার দিকে জেলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল গেটের সামনে থেকে এ আনন্দ মিছিল বের হয়। মিছিলটি বাসস্ট্যান্ড এলাকায় একটি পথ সভা করে ।

পথ সভায় বক্তারা বলেন, শেখ হাসিনার শাসন আমলে আমরা ঘরে থাকতে পারি নাই। মিথ্যা মামলা দিয়ে আমাদের হয়রানি করেছে। সেই দুঃসময় আমাদের পাশে আফরোজা খান রিতা ছাড়া কেউ দাড়ায়নি। তিনি আমদের পরিবারে সদস্যদের খোঁজ খবর নিতেন। তিনি আমাদের সাহায্য ও সাহস যুগিয়ে দলের নেতাকর্মীদের একত্রিত রেখেছেন। তার অবদান ভুলার নয়। পথসভা শেষে জেলা বিএনপির নতুন কমিটির আহ্বায়ক আফরোজা খান রিতার জন্য দোয়া ও মিষ্টি বিতরণ করেন নতা কর্মীরা ।

এসময় উপস্থি ছিলেন, জেলা শ্রমিক দলের সভাপতি মোঃ আব্দুল কাদের, জেলা বাস মালিক সমিতির সভাপতি ও শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক (লিটন), বাস মালিক সমিতির সাধারণ সম্পদাক ও শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি পীর বাবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক, সদর উপেজেলার শ্রমিক দলের সভাপতি মোঃ জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক মোঃ শাহিন, সাটুরিয়া উপজেলার সাধারণ সম্পাদক মোঃ আবুল বাশারসহ শ্রমিক দলের কয়েক শতাধীক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ