মো. সোহাগ হেসেন, বেনাপোল প্রতিনিধিঃ যশোরের শার্শায় বিএনপির দ্বি-বার্ষিক সম্নেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকালে শার্শা উপজেলা অডিটোরিয়াম মাঠে এ দ্বি-বার্ষিক সম্নেলন অনুষ্ঠিত হয়।
উক্ত দ্বি-বার্ষিক সম্নেলন জাতীয় পতাকা ও রঙিন বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন করেন যশোর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক নার্গিস বেগম।
শার্শা উপজেলা বিএনপির আহবায়ক খায়রুজ্জামান মধুর সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ন আহবায়ক আবুল হাসান জহির এর সঞ্চালনায় এতে প্রাধান অতিথ ছিলেন, বিএনপি’র কার্যনির্বাহী কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর জেলা বিএনপি’র সদস্য সচিব সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ন-আহবায়ক দেলোয়ার হোসেন খোকন, কেন্দ্রীয় বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি।
এসময় প্রধান অতিথি অনিন্দ্য ইসলাম অমিত তার বক্তব্যে বলেন, বিগত ১৮ বছর শার্শার মাটিতে বিএনপি’র কোন দলীয় অনুষ্ঠান হতে দেওয়া হত না। বিএনপি’র নেতা কর্মীদের উপরে চালানো হতো অমানবিক নির্যাতন। বিনা কারণে বিএনপি’র নেতাকর্মীদের নামে দেওয়া হতো মামলা। কিন্তু আজ সব জুলুমের অবসান ঘটেছে, দেশ আজ স্বাধীন, মানুষ তার নিজের মত স্বাধীনভাবে চলার অধিকার ফিরে পেয়েছে। তিনি আরো বলেন, আমরা শহীদ জিয়ার আদর্শে বিশ্বাসী, আমরা প্রতিশোধ নিব না, আমরা গণতন্ত্র প্রতিষ্ঠিত করব, এবং মানুষের ভোটার অধিকার ফিরিয়ে দিব ইনশাল্লাহ।
দ্বি-বার্ষিক সম্মেলন শেষে আবুল হাসান জহিরকে সভাপতি, নুরুজ্জামান লিটনকে সাধারণ সম্পাদক ও আশরাফুল আলম বাবুকে সাংগঠনিক সম্পাদক করে ১১ বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করেন অধ্যাপক নার্গিস বেগম।
অন্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান মো. রুহুল কুদ্দুস, সিনি:
যুগ্ম-সাধারণ সম্পাদক এ্যাড মোস্তফা কামাল মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস। সাংগঠনিক সম্পাদক (২) সালাহউদ্দিন আহম্মেদ, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ মন্টু, ছাত্র বিষয়ক সম্পাদক শরিফুজ্জামান পরাগ।