আব্বাসী,স্টাফ রিপোর্টারঃ জাতীয় গ্রন্থাগার দিবস ও তারুণ্যের উৎসব উপলক্ষে মানিকগঞ্জে চিত্রাংকন, বই পাঠ, রচনা, উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ অনুষ্টিত হয়েছে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে মানিকগঞ্জ জেলা সরকারি গ্রন্থাগার কক্ষে জেলা প্রশাসন ও জেলা সরকারি গ্রন্থাগার আয়োজিত পুরুস্কার বিতরন ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা।
জেলা সরকারি গ্রন্থাগার জুনিয়র লাইব্রেরিয়ান হালিমা মুন্নীর সঞ্চারনায় স্বগত বক্তব্য রাখেন লাইব্রেরিয়ান শেখ রুবেল।
১ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ৯টি গ্রুপে চিত্রাংকন,বই পাঠ, রচনা ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় জেলার প্রায় ৩০ টি শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকশত প্রতিযোগী অংশ নেয়। প্রতিযোগিতা
শেষে বিজয়িদের মাঝে পুরুস্কার প্রদান করা হয়। এর মধ্যে সবচেয়ে বেশি পুরস্কার পাওয়ার গৌরব অর্জন করেন মানিকগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের প্রতিযোগিতারা।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho