
আফজাল হোসেন বিশেষ প্রতিনিধি
নেত্রকোনার বারহাট্টা উপজেলায় ৪ নং আসমা ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে ৮ ফেব্রুয়ারী শনিবার বেলা ৩ ঘটিকায় আসমা বাজারে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে এই কৃষক সমাবেশ।
কৃষক সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দ প্রান্তিক কৃষকদের বিভিন্ন সমস্যার কথা শুনেন ও নোট করে সমাধানের আশ্বাস দান করেন।
কৃষক সমাবেশে আসমা ইউনিয়ন কৃষক দলের সভাপতি মজিবুর রহমান এর সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা কৃষক দলের সভাপতি সালাউদ্দিন খান মিল্কি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারহাট্টা উপজেলা কৃষক দলের সভাপতি বাবুল মিয়া, বারহাট্টা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল আলম, ৪ নং আসমা ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান, যুব দলের সদস্য সচিব মহিবুর রহমান, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবদুল কাদির খান, হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক ও জেলা উলামা দলের সহ সভাপতি হাফেজ মাওলানা জসিমউদদীন তালুকদার (বি,এ) ছাত্র দলের আহ্বায়ক তরিকুল ইসলাম, ছাত্র দলের সদস্য সচিব সাজরুল ইসলাম, বারহাট্টা উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক প্রার্থী আবুল কালাম সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।