আজ ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে মার্চ, ২০২৫ ইং

মানিকগঞ্জে মহনবী (সঃ) সম্পর্কে কটুক্তিকারী কলেজ শিক্ষকের বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

 

স্টাফ রিপোর্টারঃ ইসলাম ধর্ম ও বিশ্বনবী হযরত মুহাম্মদ (সঃ) সম্পর্কে কটুক্তিকারী খানবাহাদুর কলেজের শিক্ষক প্রদীপ কুমার সরকারের অবিলম্বে চাকুরিচ্যুত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে শিক্ষাথীরা।

গতকাল বেলা ১১ টার দিকে খানবাহাদুর কলেজের শিক্ষার্থীদের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের শহীদ রফিক সড়ক প্রদক্ষিন শেষে স্থানীয় প্রেসক্লাবের সামনে মনববন্ধন করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন খানবাহাদুর কলেজের শিক্ষার্থী মেহেরাব খান,মো.নাসিম খান। এসময় বক্তারা বলেন,ইসলাম ধর্ম ও হযরত মুহাম্মদ (সঃ) সম্পর্কে কটুক্তিকারী শিক্ষক প্রদীপ কুমার সরকার দীর্ঘদিন ধরে কলেজে আসেন না। আমরা তার বিচার চাই। তারা আরো বলেন, প্রদীপ কুমারের সহযোগি ইসলাম বিদ্বেষী ও ইসকনের দালাল বেলা বিশ্বাস.নিখিল বিশ্বাস,গোপাল বিশ্বাস, সুদেব সাহা, বাসুদেব সাহা চক্রবর্তী,এদেরকেও শাস্তি দাবী করেন তারা ।

মানববন্ধন শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্বনয়ক ওমর ফারুক,মো.নসিম খান ও মেহেরাব খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল খানবাহাদুর কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুর রউফ এর কাছে ইসলাম ধর্ম ও বিশ্বনবী হযরত মুহাম্মদ (সঃ)সম্পর্কে কটুক্তিকারী শিক্ষক প্রদীপ কুমার সরকারের বিষয়টি তুলে ধরেন এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।অধ্যক্ষ বিষয়টি সম্পর্কে কলেজের শিক্ষকদের অবগত করেন। এবিষয়ে অধ্যক্ষ কলেজের এডহক কমিটি ও শিক্ষকদের নিয়ে আলোচনা করে প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়ার আশ্বাস দেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ