আজ ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে মার্চ, ২০২৫ ইং

বারহাট্টায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় ৩ নং বারহাট্টা ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে ১০ ফেব্রুয়ারী সোমবার বেলা ৩ ঘটিকায় বারহাট্টা গোপালপুর গরুহাট্টায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে এই কৃষক সমাবেশটি অনুষ্ঠিত হয়।

 

এই সময় প্রধান অতিথির কাছে বক্তারা বারহাট্টা উপজেলায় একটি কোন্ড স্টোরেজ ও কৃষকের মাঝে ন্যায্য মূল্যে সার বীজের যোগানের ব্যবস্থা করার অনুরোধ করেন। এছাড়াও কৃষক সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দ প্রান্তিক কৃষকদের বিভিন্ন সমস্যার কথা শুনেন ও নোট করে সমাধানের আশ্বাস দান করেন।

কৃষক সমাবেশে বারহাট্টা ৩ নং সদর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোঃ লেবিন মিয়ার সভাপতিত্বে ও জিয়াউল হক উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা কৃষক দলের সভাপতি সালাহ উদ্দিন খান মিলকী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বারহাট্টা কৃষক দলের সভাপতি মোঃ বাবুল মিয়া, যুব দলের নেতা ও বারহাট্টা গোপালপুর বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক আলতাবুর রহমান হানিফ, বারহাট্টা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল আলম, বিএনপির নেতা আব্দুল জব্বার, বিএনপির নেতা ও সাবেক বিআরডিবির চেয়ারম্যান ওয়ারেস উদ্দিন , ছাত্র দলের আহ্বায়ক তরিকুল ইসলাম, ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক বিল্লাল হোসেন, কৃষক দলের সাধারণ সম্পাদক সুধীন্দ্র চন্দ্র দাস সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ