আজ ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে মার্চ, ২০২৫ ইং

পুতিনের শর্ত মানলে বন্ধ হবে ইউক্রেইন যুদ্ধ: রাশিয়া

আলোকিত কন্ঠ ডেস্কঃ ইউক্রেইনে যুদ্ধ বন্ধ হতে হলে তার আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সব শর্ত পূরণ হতে হবে বলে জানিয়েছেন রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ।

যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার সম্পর্ক এবং অস্ত্র নিয়ন্ত্রণের দায়িত্বে আছেন রিয়াবকভ। সোমবার তিনি ইউক্রেইন প্রশ্নে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনও শান্তিচুক্তিতে পৌঁছানোর আগে রাশিয়ার সব শর্ত পূরণের ওপরই জোর দিয়েছেন।

রুশ প্রেসিডেন্ট পুতিন গতবছর জুনে ইউক্রেইন যুদ্ধ অবিলম্বে বন্ধ করতে তার শর্তগুলো বিস্তারিতভাবে জানিয়েছিলেন। এর মধ্যে ছিল, ইউক্রেইনের পশ্চিমা সামরিক জোট নেটোতে যোগ দেওয়ার স্বপ্ন বাদ দেওয়া। আর ইউক্রেইনের চারটি অঞ্চল থেকে পুরোপুরি সেনা সরিয়ে নেওয়া।

ওই চারটি অঞ্চল বর্তমানে রাশিয়া তাদের অংশ বলে দাবি করেছে এবং অঞ্চলগুলো বেশিরভাগই রুশ শাসনে পরিচালিত হচ্ছে।

রুশ উপপরাষ্ট্রমন্ত্রী রিয়াবকভ বলেন, যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা দেশ যত তাড়াতাড়ি এই শর্তগুলো বুঝে নিয়ে তা গ্রহণ করবে, তত তাড়াতাড়ি ইউক্রেইন যুদ্ধের সমাধানে পৌঁছা যাবে।

রোববার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প বলেছিলেন, রাশিয়া ও ইউক্রেইনের মধ্যে চলমান যুদ্ধ থামানোর আলোচনায় যুক্তরাষ্ট্র অগ্রগতি করছে বলেই মনে করেন তিনি।

২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার আগে পরে পুতিনের সঙ্গে কথা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “কথা হয়েছে। কেবল এটুকুই বলি- হয়েছে।”

পুতিনের সঙ্গে ট্রাম্পের এই কথা হওয়ার বিষয়টি ক্রেমলিন নিশ্চিত কিংবা অস্বীকার কোনওটিই করেনি। তবে ইউক্রেইন নিয়ে কোনও রকম আলোচনা শুরুর আগেই ঝটপট মস্কোর চূড়ান্ত দাবি জানিয়ে দিয়েছেন রিয়াবকভ।

তবে পুতিন যে সব শর্ত দিয়েছেন তা মানতে আগেই অস্বীকৃতি জানিয়েছিল ইউক্রেইন। দেশটি নেটো জোটে যোগ দিতে চায় এবং রাশিয়ার কাছে খোয়ানো অঞ্চল আবার নিজেদের নিয়ন্ত্রণে ফেরত পেতে চায়। গতবছর জুনেই কিইভ বলেছিল, পুতিনের শর্ত ইউক্রেইনের জন্য আত্মসমর্পণ করারই সামিল।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ