আজ ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে মার্চ, ২০২৫ ইং

চুক্তি লঙ্ঘনের অভিযোগে জিম্মি মুক্তি স্থগিত করল হামাস

আলোকিত কন্ঠ ডেস্কঃ ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ করে জিম্মিদের মুক্তি দেয়ার পরবর্তী কার্যক্রম স্থগিত করার কথা জানিয়েছেন হামাসের সামরিক শাখার একজন মুখপাত্র। ফিলিস্তিনি বন্দিদের মুক্তির বিনিময়ে শনিবার গাজায় আটকে থাকা তিন জিম্মির মুক্তি লাভের কথা রয়েছে।

হামাসের ঘোষণাকে ‘যুদ্ধবিরতি চুক্তির পরিপূর্ণ লঙ্ঘন’ হিসেবে উল্লেখ করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎয।

ইসরায়েলের গুরুত্বপূর্ণ সহযোগী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজায় আটকে থাকা ‘সব’ জিম্মি শনিবারের মধ্যে ফেরত না দেয়া হলে যুদ্ধবিরতি চুক্তি বাতিল করা উচিত।

“আমি বলব শনিবার ১২টার মধ্যে তাদের ফেরত দেয়া উচিত…সবাইকে… ছিটেফোঁটা নয়…দুই, এক বা তিন চারজন নয়,” তিনি বলছিলেন।

সব জিম্মিকে মুক্তি না দেয়া হলে কঠোর ব্যবস্থার হুমকি দিয়েছেন ট্রাম্প। তিনি ইসরায়েলের দিক থেকে প্রতিশোধ নেয়ার কথা বোঝাচ্ছেন কি-না এমন প্রশ্নের জবাবে বলেছেন, “আপনারা দেখবেন, তারাও দেখবে। হামাসও দেখবে আমি কী বোঝাচ্ছি।”

কাৎয বলেছেন, তিনি সশস্ত্র বাহিনীকে গাজার সম্ভাব্য যে কোনো পরিস্থিতি এবং কমিউনিটিকে সুরক্ষা দেয়ার জন্য সর্বোচ্চ পর্যায়ের প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছেন। “আমরা সাতই অক্টোবরের বাস্তবতায় ফিরিয়ে আনার সুযোগ দেবো না,” ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বলছিলেন।

হামাসের ঘোষণা এসেছে তেল আবিবে ইসরায়েলি জিম্মি আলন ওহেলের ২৪তম জন্মদিন উদযাপনে লোকজনের জমায়েত হবার আগ মুহূর্তে। ২০২৩ সালের সাতই অক্টোবর তাকে নোভা ফেস্টিভ্যাল থেকে জিম্মি করে নেয়া হয়েছিলো।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ