আজ ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে মার্চ, ২০২৫ ইং

ছাত্র জনতা হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

 

রাউফুর রহমান পরাগঃ আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলা ও হত্যার অভিযোগে মো. আব্দুর রহমান নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১০ জানুয়ারি) রাত পৌনে ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর আলম সিদ্দিকী।

গ্রেপ্তার মো. আব্দুর রহমান (৫৮) আশুলিয়ার ভাদাইল মধ্যপাড়া এলাকার মৃত সোনা মিয়ার ছেলে। তিনি ধামসোনা ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে। তার বিরুদ্ধে ইতিপূর্বে জাল দলিলে জমি দখলসহ একাধিক মামলা রয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ