আজ ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই মার্চ, ২০২৫ ইং

সাভারে ”অপারেশন ডেভিল হান্ট” অভিযানে কুটি মোল্লাসহ ১৩ আসামী গ্রেপ্তার

 

রাউফুর রহমান পরাগঃ সারাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পরিচালিত ডেভিল হান্ট অপারেশনে সাভারের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাভার উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মঞ্জুরুল ইসলাম রাজিবের মামা কুটি মোল্লাসহ ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে সাভার মডেল থানায় এক সংবাদ সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জুয়েল মিয়া।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামানের দিক-নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার, সাভার সার্কেল জনাব মোঃ শাহীনুর কবিরের তত্ত্বাবধানে অফিসার ইনচার্জ মোঃ জুয়েল মিঞার নেতৃত্বে সাভার মডেল থানার একটি বিশেষ টিম সোমবার রাতে ডেভিল হান্ট অপারেশন পরিচালনা করে ১৩ আসামীকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তাকৃতদের মধ্যে মোঃ দেলোয়ার হোসেনকে (৫৭) মুক্তির মোড় থেকে, দক্ষিন রাজাশন ও কাউন্দিয়া এলাকায় অভিযান পরিচালনা করে শাহাদাত হোসেন (৩৪), কাউন্দিয়া থেকে পৌর ১নং ওয়ার্ড মহিলা আওয়ামীলীগ সভাপতি আসমা খানম শিল্পি (৩৭), সাভার পৌর এলাকার ডগরমোড়া থেকে যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক এমপি মইনুল হোসেন খান নিখিলের পিএস আবু বকর সিদ্দিকি (৪৮), দিলখুসাবাগ এলাকা থেকে মোঃ আনোয়ার হোসেন মাঝি (৪৪), যাদুরচর এলাকা থেকে কৃষকলীগ নেতা মোঃ সেলিম ভূঁইয়া (৫০), আমিনবাজার থেকে মোঃ নাছির হোসেন (২৪), ও আমিনবাজার ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা, মোঃ শওকত আলী (৬৫), বলিয়ারপুর বাসস্ট্যান্ড থেকে কাউন্দিয়া ইউনিয়ন যুবলীগের সহসভাপতি মোঃ আব্দুর রাজ্জাক (৪৩), হেমায়েতপুর এলাকা থেকে মোঃ রুহুল আমিন (৫৫), তেঁতুলঝোড়া ২নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি যুবরাজ ইসলাম মিলন (২২), হযরতপুর ইউনিয়নের আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম (৩৪) এবং সাভার উত্তরপাড়া এলাকার মৃত ইব্রাহিম মোল্লার ছেলে আখতারুজ্জামান কুটি মোল্লাকে (৫৫) গ্রেপ্তার করা হয়েছে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া বলেন, ডেভিল হান্ট অপারেশনে গ্রেপ্তারকৃত ব্যক্তিদের মঙ্গলবার দুপুরে সংশ্লিষ্ট মামলায় আদালতে পাঠানো হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপরের নির্দেশনা অনুযায়ী অপারেশন চলমান থাকবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ