আজ ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই মার্চ, ২০২৫ ইং

মুন্সিগঞ্জের থেমে থাকা বাসে আগুন, ঘুমন্ত হেলপারের মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে থামিয়ে রাখা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার গভীর রাতে উপজেলার বালিগাও ব্রিজের পাশে হওয়া এ ঘটনায় পুড়ে মারা গেছে বাসটির হেলপার। এ ঘটনার পর থেকেই পলাতক বাসটির চালক।

বাসটিতে কীভাবে আগুন লেগেছে তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশার।

নিহতের নাম শাহাবীর (১৪)। তিনি লৌহজং উপজেলার পালগাও গ্রামের সোহেল মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, লৌহজং উপজেলার জোরপুল গ্রামের মো. কাউসার এই গাড়ির চালক। রাতে গাড়ি থামিয়ে এর ভেতরে চালক ও হেলপার ঘুমিয়ে ছিল। গভীর রাতে বাসে আগুন দেখতে পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিস ও থানায় খবর দেয়। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় বাসটির ভেতর থেকে শাহবীরের মরদেহ উদ্ধার করে পুলিশ।

উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (ভারপ্রাপ্ত) ইনচার্জ মো. আতিকুর রহমান বলেন, ‘কীভাবে আগুন লেগেছে তা প্রাথমিকভাবে জানা যায়নি। তদন্ত করে জানা যাবে।’

এ বিষয়ে টঙ্গীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিদুল ইসলাম বলেন, ‘লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।’

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ