শেরপুর প্রতিনিধি: শেরপুরের বাজিতখিলার ছাত্তারকান্দি গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে আক্রাম হোসেন ( ৪৫) ও হানিফ উদ্দিন (৫৫) নামে দুইজনের মৃত্যু হয়েছে।
বুধবার (১২ ফেব্রয়ারী) সকাল ৮ টায় অসাবধানতা বশত বিদ্যুতের লাইন বন্ধ না করেই কাজ করতে গেলে এ দুর্ঘটনা ঘটে।
মৃতরা হলেন সদর উপজেলার ছাত্তারকান্দি গ্রামের মৃত লতিফের ছেলে কৃষক আকরাম হোসেন ও নাওভাঙ্গা চরের মৃত সমেজ উদ্দিনের ছেলে কৃষি শ্রমিক হানিফ উদ্দিন। হানিফ উদ্দিন দীর্ঘদিন ধরে ছাত্তারকান্দি গ্রামে বসবাস করে আসছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৮টার দিকে কৃষি জমতে সেচ দেওয়ার জন্য কৃষক আক্রাম হোসেন কৃষি শ্রমিক হানিফ উদ্দিনকে সাথে নিয়ে সেচের লাইন সংযোগ দিতে গেলে প্রথমে আক্রাম হোসেন বিদ্যুতের তারে জড়িয়ে পড়লে তার সাথে থাকা কৃষি শ্রমিক হানিফ উদ্দিন তাকে উদ্ধার করতে গেলে সে নিজেও বিদ্যুৎ এর তারে জড়িয়ে পড়ে এবং ঘটনাস্থলেই দুজনেরই মৃত্যু হয়।
এ ব্যাপারে সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. আশরাফ আলী বলেন, এ ঘটনায় সদর থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। পরিবারের আবেদনক্রমে ময়নাতদন্ত ছাড়াই মৃতব্যক্তিদের লাশ দাফনের জন্য অনুমতি দেওয়া হয়েছে।