আজ ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই মার্চ, ২০২৫ ইং

মানিকগঞ্জের যমুনার তীরে ৫লাখ কৃষকের সমাবেশের প্রস্তুতি

 

আব্বাসী,স্টাফ রিপোর্টারঃ মানিকগঞ্জের শিবালয় উপজেলার যমুনা নদীর তীরে আগামী ২২ ও ২৩ ফেব্রুয়ারি পাঁচ লাখ কৃষকের সমাবেশ করার প্রস্তুতি গ্রহণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল।

বুধবার (১২ ফেব্রুয়ারি) বেলা এগারোটার দিকে মানিকগঞ্জে জেলা পরিষদ মিলনায়তনে এই প্রস্তুতিসভা অনুষ্টিত হয়।

সম্মেলনকে বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত প্রস্তুতিসভায় দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেনবি এনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপি’র আহবায়ক আফরোজা খান রিতা, কৃষকদল কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এস এ জিব্নাহ কবীর, জেলা কৃষকদলের সভাপতি গোলাম কিবরিয়া সাইদ, সাধারণ সম্পাদক আব্দুস সালামসহ বিএনপি, কৃষকদলসহ অঙ্গসংগঠের কেন্দ্রীয়, জেলা, উপজেলা, পৌর শাখা কমিটির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।।

বক্তারা বলেন, পাঁচ লাখ কৃষকের সমাবেশ করার লক্ষ্যে নানা প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সারাদেশ থেকে কৃষকেরা যোগ দিবেন। সেই সমাবেশে যুক্ত হবেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতারা এই সমাবেশে উপস্থিত থাকবেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ