আব্বাসী,স্টাফ রিপোর্টারঃ মানিকগঞ্জে আদালতের নির্দেশে ১১ মাস পর কবর থেকে নুরুল ইসলাম (৪৩) নামে এক কৃষকের লাশ উত্তোলন করেছে প্রশাসন।
আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে পারিবারিক কবরস্থান থেকে মৃতদেহটি উত্তোলন করা হয়।
মৃত নুরুল ইসলাম মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তিল্লি ইউনিয়নের চর-তিল্লি গ্রামের মৃত. সামসুল হকের ছেলে। তিনি চার কন্যা সন্তানের জনক ছিলেন।
জানা গেছে, গত বছরের ১৭ মার্চ কৃষক নুরুল ইসলামের মৃত্যু হয়।
তার মৃত্যুকে তার পরিবার হত্যা দাবি করে। নুরুল ইসলামের শ্যালক আরশেদ মিয়া বাদী হয়ে মৃত্যুর সপ্তাহ খানেক পর আদালতে একটি মামলা দায়ের করেন। মামলায় একই এলাকার ১০ জনকে আসামি করা হয়। আদালত মামলা পর্যালোচনায় মৃত লাশটির সুরতহাল রিপোর্ট তৈরি করার জন্য ১১ মাস পর লাশটিকে কবর থেকে উত্তোলন করার নির্দেশ দেয়।
লাশ উত্তোলনের সময় সাটুরিয়া উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমেদের নেতৃত্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ মামুনুর রশিদ, মামলার তদন্তকারী কর্মকর্তা মোজাম্মেল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা সাব ইন্সপেক্টর মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের জন্য ডিএনএ নমুনা সংগ্রহসহ ময়নাতদন্ত করা হবে। রিপোর্ট হাতে পাওয়ার পর আদালতে উপস্থাপন করা হবে। আদালত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।