০৭:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫, ৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

বাঙ্গালি মেয়ের পোশাক পড়ে মঞ্চ মাতালেন শাকিরা

  • Reporter Name
  • প্রকাশের সময়ঃ ০৬:৪৪:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫
  • ৯০ বার পড়া হয়েছে

আলোকিত কন্ঠ ডেস্কঃ কলকাতার ফ্যাশন ডিজাইনার অনামিকা খান্নার কর্মজীবনের শুরু ১৯৯৮ সালে। প্রথম ফ্যাশন স্টুডিওটি দেন কলকাতার আউট্রাম স্ট্রিটে। বলিউডের অভিনেত্রীরা তার পোশাক পরে বিদেশি চলচ্চিত্র উৎসবে হাটেন। ভারতীয় ফ্যাশন জগতে তার নকশা করা পোশাক বেশ জনপ্রিয়ও বটে।

কাজের সূত্রে নানা জায়গায় যেতে হলেও তিনি থাকেন কলকাতাতেই। নিজের আন্তর্জাতিক সংস্থাও সামলান কলকাতা থেকেই। কলকাতার পোশাকশিল্পী অনামিকার পোশাক বলিউডের গণ্ডি পেরিয়েছিল আগেই। এবার তারই নকশা করা পোশাক পরলেন জনপ্রিয় পপ তারকা শাকিরা।

শাকিরাকে এক নামেই চেনেন অধিকাংশ। যারা চেনেন না তারাও বিশ্বকাপ ফুটবলের থিম সং হিসাবে গাওয়া তার ‘ওয়াকা ওয়াকা’ শুনেছেন। দেখেছেন সেই গানের তালে শাকিরার ছন্দময় নাচও। পর পর দু’বার বিশ্বকাপ ফুটবলের জন্য গান গেয়েছেন শাকিরা। দু’টিই জনপ্রিয়তার শিখর ছুঁয়েছিল। শাকিরাকে দেখে ভক্তেরা বলেছিলেন, তিনি ছন্দময় বিদ্যুতের মতো।

কলম্বিয়ান এই পপ তারকা এ বছর তার গান নিয়ে বিশ্ব সফরে বেরিয়েছেন। দিন কয়েক আগে ব্রাজিল থেকে শুরু হয়েছে সফরের প্রথম পর্ব। আর শাকিরা কলকাতার অনামিকার পোশাক পরেছেন, তার বিশ্ব সফরের একেবারে শুরুর দিকেই। শাকিরার ছবিসহ সেই খবর দিয়েছেন অনামিকা নিজেই।

গত ১১ ফেব্রুয়ারি ব্রাজিলের শহর রিও ডি জেনেইরোতে ছিল শাকিরার অনুষ্ঠান। সেখানেই অনামিকার তৈরি গাঢ় লাল রঙের টু-পিস সেট পরেছিলেন শাকিরা। উপরে ব্রালেট, কোমরে ঝালর দেওয়া স্কার্ট আর সেই দু’টিকে একসঙ্গে জুড়েছে যে স্বচ্ছ কাপড়ের টুকরো তাতে বুনে দেওয়া ছোটবড় স্ফটিক। রিওর উজ্জ্বল লাল রঙের মঞ্চে গাঢ় লাল রঙের পোশাকে শাকিরাকে দেখাচ্ছিল আগুনের শিখার মতো।

এমন নয় অনামিকার পোশাক প্রথম আন্তর্জাতিক কোনো তারকা পরলেন। এর আগে মারিয়া শারাপোভা, জিন লিউয়ের মতো তারকারা অনামিকার পোশাক পরেছেন। বলিউডের অভিনেত্রী এবং শৌখিনী সোনম কাপুর বহুবার কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় হাটার পোশাকের জন্য অনামিকারই শরণাপন্ন হয়েছেন। অনামিকাই প্রথম ভারতীয় পোশাকশিল্পী, যিনি নিজের ইন্টারন্যাশনাল লেবেল তৈরি করেছিলেন। নাম দিয়েছিলেন ‘অনা মিকা’। তা সত্ত্বেও শাকিরার মতো আন্তর্জাতিক শিল্পী এবং তারকার জন্য পোশাক তৈরি করতে পেরে উচ্ছ্বসিত অনামিকা।

Tag :
About Author Information

জনপ্রিয়

ফরিদপুরে দীর্ঘ ১০ বছর পর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে  বিশাল সম্মেলন 

বাঙ্গালি মেয়ের পোশাক পড়ে মঞ্চ মাতালেন শাকিরা

প্রকাশের সময়ঃ ০৬:৪৪:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫

আলোকিত কন্ঠ ডেস্কঃ কলকাতার ফ্যাশন ডিজাইনার অনামিকা খান্নার কর্মজীবনের শুরু ১৯৯৮ সালে। প্রথম ফ্যাশন স্টুডিওটি দেন কলকাতার আউট্রাম স্ট্রিটে। বলিউডের অভিনেত্রীরা তার পোশাক পরে বিদেশি চলচ্চিত্র উৎসবে হাটেন। ভারতীয় ফ্যাশন জগতে তার নকশা করা পোশাক বেশ জনপ্রিয়ও বটে।

কাজের সূত্রে নানা জায়গায় যেতে হলেও তিনি থাকেন কলকাতাতেই। নিজের আন্তর্জাতিক সংস্থাও সামলান কলকাতা থেকেই। কলকাতার পোশাকশিল্পী অনামিকার পোশাক বলিউডের গণ্ডি পেরিয়েছিল আগেই। এবার তারই নকশা করা পোশাক পরলেন জনপ্রিয় পপ তারকা শাকিরা।

শাকিরাকে এক নামেই চেনেন অধিকাংশ। যারা চেনেন না তারাও বিশ্বকাপ ফুটবলের থিম সং হিসাবে গাওয়া তার ‘ওয়াকা ওয়াকা’ শুনেছেন। দেখেছেন সেই গানের তালে শাকিরার ছন্দময় নাচও। পর পর দু’বার বিশ্বকাপ ফুটবলের জন্য গান গেয়েছেন শাকিরা। দু’টিই জনপ্রিয়তার শিখর ছুঁয়েছিল। শাকিরাকে দেখে ভক্তেরা বলেছিলেন, তিনি ছন্দময় বিদ্যুতের মতো।

কলম্বিয়ান এই পপ তারকা এ বছর তার গান নিয়ে বিশ্ব সফরে বেরিয়েছেন। দিন কয়েক আগে ব্রাজিল থেকে শুরু হয়েছে সফরের প্রথম পর্ব। আর শাকিরা কলকাতার অনামিকার পোশাক পরেছেন, তার বিশ্ব সফরের একেবারে শুরুর দিকেই। শাকিরার ছবিসহ সেই খবর দিয়েছেন অনামিকা নিজেই।

গত ১১ ফেব্রুয়ারি ব্রাজিলের শহর রিও ডি জেনেইরোতে ছিল শাকিরার অনুষ্ঠান। সেখানেই অনামিকার তৈরি গাঢ় লাল রঙের টু-পিস সেট পরেছিলেন শাকিরা। উপরে ব্রালেট, কোমরে ঝালর দেওয়া স্কার্ট আর সেই দু’টিকে একসঙ্গে জুড়েছে যে স্বচ্ছ কাপড়ের টুকরো তাতে বুনে দেওয়া ছোটবড় স্ফটিক। রিওর উজ্জ্বল লাল রঙের মঞ্চে গাঢ় লাল রঙের পোশাকে শাকিরাকে দেখাচ্ছিল আগুনের শিখার মতো।

এমন নয় অনামিকার পোশাক প্রথম আন্তর্জাতিক কোনো তারকা পরলেন। এর আগে মারিয়া শারাপোভা, জিন লিউয়ের মতো তারকারা অনামিকার পোশাক পরেছেন। বলিউডের অভিনেত্রী এবং শৌখিনী সোনম কাপুর বহুবার কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় হাটার পোশাকের জন্য অনামিকারই শরণাপন্ন হয়েছেন। অনামিকাই প্রথম ভারতীয় পোশাকশিল্পী, যিনি নিজের ইন্টারন্যাশনাল লেবেল তৈরি করেছিলেন। নাম দিয়েছিলেন ‘অনা মিকা’। তা সত্ত্বেও শাকিরার মতো আন্তর্জাতিক শিল্পী এবং তারকার জন্য পোশাক তৈরি করতে পেরে উচ্ছ্বসিত অনামিকা।