
আব্বাসী,স্টাফ রিপোর্টারঃ মানিকগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি এটিএম আজহারুল ইসলাম এর মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা জামায়াতের নেতা কর্মীরা।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি ) বেলা ৩ ঘটিকার সময় মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরেরর প্রধান সরক প্রদক্ষিণ শেষে জেলা শহরের প্রবেশ পথ শহীদ রফিক চত্বর এলাকায় সমাবেশ করে।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা নুরল ইসলাম, জেলা আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আনোয়ার হোসাইন, মাওলানা জাকিরুল ইসলাম খান, এডভোকেট জাহাঙ্গীর আলম, এডভোকেট সালাহ উদ্দিন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, অবিলম্বে জামাতের নিবন্ধন ফিরিয়ে দিতে হবে। মিথ্যা মামলায় আটককৃত জামায়াতের কেন্দ্রীয় নেতা এটিএম আজহারুল ইসলামের অবিলম্বে মুক্তির দাবি জানান তারা।