
আব্দুল হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুরে পৌর সভার ৮ নং ওয়ার্ডের উদ্যোগে হতদরিদ্র শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করলেন মধুপুর উপজেলা সমাজসেবা অফিসার এবং ৭ ও ৮নং ওয়ার্ডের দায়িত্ব প্রাপ্ত কাউন্সিলর মোস্তফা হোসাইন।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাত সাড়ে নয় টার দিকে টেংরী গোরস্থান পাড়া এলাকায় হতদরিদ্র শীতার্ত মানুষের মধ্যে এ কম্বল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন , পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজি প্রিন্স, পৌর সভার প্রধান সহকারী মো. শাহীন মিয়া, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক নাজিম উদ্দীন , ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আক্তারুজ্জামান মধু, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, পৌর যুবদলের নেতা আবুল হোসেন আশিক সহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় পৌরবিএনপির নেতৃবৃন্দ এবং সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দগন উপস্থিত ছিলেন।