
আব্বাসী, স্টাফ রিপোর্টারঃ মানিকগঞ্জে আন্তর্জাতিক খ্যাতিসম্পূর্ণ মুফাসসিরে কোরআন ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা মুফতি আমির হামজা, কুষ্টিয়া বলেছেন, শেখ হাসিনা টার্গেট দিয়েছিলো ৪১ সালের। তবে ৪১ সাল লাগবেনা।, ৪১ ঘন্টার মধ্যে বাংলাদেশ মিনি জান্নাত হয়ে যাবে। যদি কোরআনেন ৭৩টি ধারায় সংবিধান চলে। আল্লাহর আইন থাকা সত্যেও আল্লার আইনের বিরুদ্ধে যারা অন্য আইনেরর চিন্তা ভাবনা করছেন বা করেন তারা শিরেক করছেন। আর শিরেক যতদিন এদেশ থেকে দূর না হবে ততদিন এদেশের নিরাপত্তা আল্লাহ দিবেনা।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) জুমার নামাজের আগে মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের কাফাটিয়া ঈদগা জামে মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আন্তর্জাতিক খ্যাতিসম্পূর্ণ মুফাসসিরে কোরআন ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা মুফতি আমির হামজা,কুষ্টিয়া একথা বলেন।
মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ জাহিদুর রহমানের সভাপতিত্বে মাওলানা মুফতি আমির হামজা আরো বলেন,নামাজকে দাড় করানোর চিন্তা ভাবনা যার মাঝে আছে, চিন্তা ভাবনা করেন এরাই হবে মসজিদের দায়িত্ত্বশীল। যারা সম্পদ থাকলে যাকাত দিয়া দিবে, আল্লাহ ছাড়া অন্য কাউকে যারা ভয় করবেনা এমনি পাঁচটা গুন যার ভিতরে আছে তিনিই হবেন আল্লার ঘরের সভাপতি। জাহিদুর রহমানের অন্তর সহ সকলের মাঝে এই পাঁচটা গুন যেন আল্লাহ পঙ্খানো পঙ্খানো ভাবে পয়দা করে দেন।
রমজান সম্পর্কে তিনি বলেন, রমজান আসতেছে আর রমজানের গুরুত্ব দেওয়ার জন্য আমরা কত শত প্রস্ততি নিতেছি,অথচ যার জন্য রমজানের এত দাম সেই কোরআনের সাথে সম্পর্ক নাই। কোরান কি বলতে চায় সেটাও আপনে জানেন না। ফোরকানের আরেকটা অর্থ সংবিধান। সুতরাং বাংলাদেশে ৫৪ বছর কোর আনের সংবিধানে চলেনাই। ড. কামালের সংবিধানে চলছে। এইজন্য আমরা শান্তিপাই নাই।
ড. ইউনুসকে লক্ষ করে তিনি বলেন, ৯৬ ভাগ মুসলমানের দেশে আমরা চাই আপনেই থাকেন। তবে খুব তারাতারি কোর -আনের আইনে সংবিধান চালু করুন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাওলানা হোসাইন মাহফুজ, চুয়াডাংগা।কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন জাতীয় ও আন্তর্জাতিক কেরাত প্রতিযোগিতায় পুরস্কারপ্রাপ্ত কারীগন। এসময় আরে উপস্থিত ছিলেন,ঢাকা উত্তরাঞ্চলের সহকারী পরিচালক হযরত মাওলানা দেলওয়ার হোসেন,পুটাইল ইউপির সাবেক চেয়ারম্যন আব্দুস সোবহান,মসজিদ কমিটির সেক্রেটারি আব্দুস ছাত্তার প্রমুখ।