শেরপুর প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতীতে পল্লী বিদ্যুতের লাইন মেরামতকালে বিদ্যুতায়িত হয়ে মো. মিলন মিয়া (২০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার নলকুড়া ইউনিয়নের জারুলতলা গ্রামে এ ঘটনা ঘটে। মিলন মিয়া ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার চেংমারী ঝারবাড়ি গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বেলা দেড়টার দিকে মিলন মিয়া জারুলতলা গ্রামে খুঁটির উপরে ওঠে পল্লী বিদ্যুতের আওতাধীন বিদ্যুতের লাইন মেরামতের কাজ করছিলেন। এ সময় লাইনের তারে আকস্মিকভাবে বিদ্যুৎ চলে এলে মিলন মিয়া বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান এবং তাঁর মরদেহ খুঁটির ওপর ঝুলতে থাকে। এলাকাবাসীর কাছ থেকে সংবাদ পেয়ে ঝিনাইগাতী ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে বৈদ্যুতিক খুঁটির ওপর থেকে মিলন মিয়ার লাশ উদ্ধার করেন। পরে ঝিনাইগাতী থানার পুলিশও ঘটনাস্থলে যান।
শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) বলেন, প্রাথমিকভাবে তাঁরা জানতে পেরেছেন, লোডশেডিং চলাকালে ‘শাটডাউন’ না নেওয়ায় এ ধরনের একটি দুঃখজনক ঘটনা ঘটেছে। এই ঘটনার জন্য ঠিকাদারের লোকজন না পল্লী বিদ্যুতের কেউ দায়ী তা জানার জন্য তদন্ত করে দেখা হচ্ছে।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন বিদ্যুৎস্পৃষ্টে একব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় থানায় ইউডি মামলা হবে। মৃতব্যক্তির মরদেহ থানা হেফাজতে রয়েছে। তাঁর স্বজনদের সঙ্গে কথা বলে লাশ হস্তান্তরের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho