
আব্বাসী, স্টাফ রিপোর্টারঃ মানিকগঞ্জে এনআইডিসহ যাবতীয় পরিচয় যাচাইয়ে চেহারা ও ছবি মেলানোর মত সেকেলে পদ্ধতি বাতিল করে আধুনিক ফিঙ্গারপ্রিন্ট যাচাই পদ্ধতি বাধ্যতামূলক করার দাবিতে সমাবেশ ও মানববন্ধন করেছে পর্দানশীন নারীরা।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে মানিকগঞ্জ প্রেসক্লাবের সামনে পর্দানশীন নারী সমাজের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে নারী সমাজের পক্ষে বক্তব্য রাখেন দেলোয়ারা বেগম ও রেখা বেগম।
এ সময় বক্তারা বলেন,বাংলাদেশের শতকরা ৯৮ ভাগ মানুষ হচ্ছে মুসলমান। তারপরও এই দেশে পরিপূর্ণ পর্দা করতে গেলে পর্দানশীন নারীদের প্রতিনিয়ত নিপীড়ন ও বৈষম্যের শিকার হতে হচ্ছে। পরিপূর্ণ পর্দা করার কারণে সরকারি বেসরকারি প্রতিক্ষেত্রে অধিকার বঞ্চিত হচ্ছে পর্দানশীন নারীরা। পর্দানশীন নারীদের নানাভাবে হেনেস্তা করা হচ্ছে। অনেক ক্ষেত্রে মৌলিক ও নাগরিক অধিকার আটকে রেখে ছবি তুলতে ও চেহারা দেখাতে বাধ্য করা হচ্ছে। তারা আরো বলেন মুখচ্ছবি পরিচয় যাচাইয়ের নির্ভরযোগ্য মাধ্যম নয়। অথচ সেই মুখচ্ছবির অজুহাতেই পর্দানশীল নারীদের নাগরিত্ব বঞ্চিত করা হচ্ছে। শিক্ষা ক্ষেত্রেও করা হচ্ছে বেপর্দা। তাই সমাবেশ ও মানববন্ধনের মাধ্যমে আঙ্গুলের ছাপে জাতীয় পরিচয়পত্র প্রদানের ব্যবস্থা করার জোর দাবি জনান তারা।
মানববন্ধনে অর্ধশতাধীক পর্দানশীন নারী উপস্থিত ছিলেন।