আঃ হামিদ মধুপুর, টাঙ্গাইল প্রতিনিধি: আহলান সাহলান মাহে রমজান এ স্লোগানকে সামনে রেখে রমজানের স্বাগত মিছিল করেছে বাংলাদেশ ইসলামী আন্দোলন মধুপুর শাখা।
বাংলাদেশ ইসলামী যুব আন্দোলন মধুপুর শাখার আয়োজনে শনিবার দুপুরে মাহে রমজানের পবিত্রতা রক্ষায় দিনের বেলা হোটেল রেস্তোতা বন্ধ, নিত্যপণ্যের দাম স্হিতিশীল রাখা ও সকল প্রকার বেহায়াপনা বন্ধ রাখার দাবীতে স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মিছিলটি মধুপুর মালাউড়ী কাজী পাড়া জামে মসজিদ হতে বের হয়ে পৌরশহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড আনারস চত্বরে এসে সমাবেশ করেন।
সমাবে বক্তব্য রাখেন মধুপুর উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মৌ. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ডাঃ মো. হারুন অর রশিদ, ইসলামী আন্দোলন টাঙ্গাইল জেলা শাখার প্রচার বিষয়ক সম্পাদক মুফতী ফয়সাল আহমেদ, টাঙ্গাইল জেলা ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক রাফি বিন রেজাউল, মধুপুর উপজেলা শাখার মুজাহিদ কমিটির সাধারণ সম্পাদক মুফতী মাহবুবুর রহমান, যুব আন্দোলনের সাধারণ সম্পাদক মোহারম আলী প্রমুখ।সমাবেশ শেষে বিশেষ দোয়া পরিচালনা করেন মধুপুর বাসস্ট্যান্ড জামে মসজিদের খতিব মুফতী মোহাম্মদ আনোয়ার হোসেন।
এসময় বক্তারা রমজান মাসে রমজানের পবিত্রতা রক্ষার জন্য দিনের বেলা সকল প্রকার খাবারের হোটেল বন্ধ রাখার দাবী জানান। এবং রমজান মাসে ইফতার ও সেহরির সময় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ চালু রাখার জন্যও দাবী করেন তারা।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho