আবুল বাসার আব্বাসী, স্টাফ রিপোর্টারঃ মানিকগঞ্জে ইসলামিক ফাউণ্ডেশন এর উদ্যোগে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা,সন্ত্রাসবাদ প্রতিরোধ ও সামাজিক সমস্যা নিরসনে ইমামদের ভূমিকা ও মাহে রমজানে করনীয় শীর্ষক আলোচনা ও মাহে রমজানে রমজানকে স্বাগত জানিয়ে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকাল ১০টায় মানিকগঞ্জ কোর্ট মসজিদের ২য় তলায় এই আলোচনা সভা অনুষ্টিত হয়। ইসলামিক ফাউণ্ডেশনর উপ-পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা প্রশাসক ড.মানোয়ার হোসেন মোল্লা।
আরো বক্তব্য রাখেন, ফাউন্ডেশনের সহকারী পরিচালক মোঃ সাখাওয়াত হোসেন,মানিকগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব ও নয়া দিগন্তের মানিকগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ শাহানুর ইসলাম, মুফতি মোঃ সালাহউদ্দিন, কোর্ট মসজিদের খতিব ও জেলা ঈমাম-মুয়াজ্জিম কণ্যান সমিতির সভাপতি মুফতি মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।
এসমঢ উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)মোঃ আতিকুল মামুন,এনডিসি মোঃ আহসানুল হক,ডাঃ মোঃ রতন পারভেজ প্রমুখ।
জেলার বিভিন্ন মসজিদের ইমামগন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। পরে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে শহরে শোভাযাত্রা বের করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho