শেরপুর প্রতিনিধি: দুইটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা ও চিমনি ধ্বংস করেছে শেরপুর জেলা প্রশাসন। ইটভাটা স্থাপন আইন ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ৫(১) ও ৮(৩) এর ধারা মোতাবেক ইটভাটা স্থাপনের জন্য জেলা প্রশাসকের কাছ থেকে লাইসেন্স গ্রহণ না করায় ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় এবং পৌরসভার ভিতরে অবৈধ ইট ভাটা গড়ে তুলায় দুইটি ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
২ মার্চ রবিবার দুপুরে সদর উপজেলার মোবারকপুর এলাকার মেসার্স সাউদা ব্রিকসকে ২ লাখ ও মেসার্স আর এইচ ম্যানুফ্যাকচারার্সকে ৩ লাখ টাকা মোট ৫ লাখ টাকা জরিমানা করা হয়। এসময় ওই দুই ইট ভাটার চিমনি গুড়িয়ে দেওয়া হয় এবং কাঁচা ইট বিনষ্ট করা হয়। ওইসময় অভিযানের নেতৃত্ব দেন শেরপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক মজনুন ইশতি।
অভিযানকালে উপস্থিত ছিলেন, শেরপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: নুর কুতুবে আলম সিদ্দিক, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জামিল আহমেদসহ পুলিশ ও সেনা সদস্যরা।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক মজনুন ইশতি বলেন, ইটভাটা সমূহের বিরুদ্ধে জেলা প্রশাসকের কাছ থেকে লাইসেন্স গ্রহণ না করায় ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় এবং পৌরসভার ভিতরে অবৈধ ইট ভাটা গড়ে তুলা সহ বর্ণিত আইনের কতিপয় ধারা লঙ্ঘন করায় মোবাইল কোর্ট পরিচালনা করে উক্ত দন্ড প্রদান ও চিমনি গুড়িয়ে দেওয়া হয়েছে এবং জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho