০২:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

বাল্যবিয়েতে এশিয়ায় বাংলাদেশের অবস্থান শীর্ষে 

  • Reporter Name
  • প্রকাশের সময়ঃ ১১:০৯:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫
  • ১১২ বার পড়া হয়েছে

আলোকিত কন্ঠ ডেস্কঃ বিশ্বের সবচেয়ে বেশি বাল্যবিয়ে হয়েছে এমন দেশের তালিকায় অষ্টম অবস্থানে বাংলাদেশ। এ তালিকায় এশিয়ার মধ্যে বাংলাদেশের অবস্থান সবার ওপরে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ইউনিসেফ, প্ল্যান ইন্টারন্যাশনাল ও ইউএন উইমেন প্রকাশিত ‘গার্লস গোলস : হোয়াট হ্যাজ চেঞ্জড ফর গার্লস? অ্যাডোলেসেন্ট গার্লস রাইটস ওভার ৩০ ইয়ার্স’ শীর্ষক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে।

গতকাল শনিবার সংস্থাগুলোর পক্ষ থেকে যৌথ বিজ্ঞপ্তিতে এ কথা তুলে ধরা হয়।

প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে ২০-২৪ বছর বয়সী নারীদের মধ্যে ৫১ দশমিক ৪ শতাংশেরই বিয়ে হয়েছে ১৮ বছর হওয়ার আগে।

ফলে কন্যাশিশু তথা মেয়েরা স্থায়ী দারিদ্র্যের চক্রে আটকে যায়, তাদের স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়, সম্ভাবনার বিকাশ বাধাগ্রস্ত হয় এবং জনগোষ্ঠীর অর্ধেক ঝুঁকিতে থাকায় অর্থনৈতিক প্রবৃদ্ধি ব্যাহত হয়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বিশ্বে যে সাত দেশে কিশোরী ও তরুণীদের ডিজিটাল দক্ষতার হার ২ শতাংশ বা তার চেয়ে কম, সেসব দেশের মধ্যে রয়েছে বাংলাদেশ।

বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স বলেন, বাংলাদেশে কিশোরীরা অপার সম্ভাবনার দেশ গড়ে তোলার ক্ষেত্রে ভূমিকা রাখতে চায়, যেখানে তারা নানাবিধ সুযোগ-সুবিধা পাবে এবং উন্নতিতে সহযোগিতা করতে পারবে।

তা সত্ত্বেও নানা প্রতিবন্ধকতা ও বৈষম্য তাদের আটকে রাখছে।

Tag :
About Author Information

জনপ্রিয়

বাল্যবিয়েতে এশিয়ায় বাংলাদেশের অবস্থান শীর্ষে 

প্রকাশের সময়ঃ ১১:০৯:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫

আলোকিত কন্ঠ ডেস্কঃ বিশ্বের সবচেয়ে বেশি বাল্যবিয়ে হয়েছে এমন দেশের তালিকায় অষ্টম অবস্থানে বাংলাদেশ। এ তালিকায় এশিয়ার মধ্যে বাংলাদেশের অবস্থান সবার ওপরে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ইউনিসেফ, প্ল্যান ইন্টারন্যাশনাল ও ইউএন উইমেন প্রকাশিত ‘গার্লস গোলস : হোয়াট হ্যাজ চেঞ্জড ফর গার্লস? অ্যাডোলেসেন্ট গার্লস রাইটস ওভার ৩০ ইয়ার্স’ শীর্ষক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে।

গতকাল শনিবার সংস্থাগুলোর পক্ষ থেকে যৌথ বিজ্ঞপ্তিতে এ কথা তুলে ধরা হয়।

প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে ২০-২৪ বছর বয়সী নারীদের মধ্যে ৫১ দশমিক ৪ শতাংশেরই বিয়ে হয়েছে ১৮ বছর হওয়ার আগে।

ফলে কন্যাশিশু তথা মেয়েরা স্থায়ী দারিদ্র্যের চক্রে আটকে যায়, তাদের স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়, সম্ভাবনার বিকাশ বাধাগ্রস্ত হয় এবং জনগোষ্ঠীর অর্ধেক ঝুঁকিতে থাকায় অর্থনৈতিক প্রবৃদ্ধি ব্যাহত হয়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বিশ্বে যে সাত দেশে কিশোরী ও তরুণীদের ডিজিটাল দক্ষতার হার ২ শতাংশ বা তার চেয়ে কম, সেসব দেশের মধ্যে রয়েছে বাংলাদেশ।

বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স বলেন, বাংলাদেশে কিশোরীরা অপার সম্ভাবনার দেশ গড়ে তোলার ক্ষেত্রে ভূমিকা রাখতে চায়, যেখানে তারা নানাবিধ সুযোগ-সুবিধা পাবে এবং উন্নতিতে সহযোগিতা করতে পারবে।

তা সত্ত্বেও নানা প্রতিবন্ধকতা ও বৈষম্য তাদের আটকে রাখছে।