স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জঃ ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) খালের সিদ্ধিরগঞ্জে ভাসমান অবস্থায় দু'জনের লাশ পাওয়া গেছে।
গতকাল শুক্রবার সকালে ভান্ডারীপুল এলাকায় সেচখালের পানিতে পাওয়া যায় তৈরি পোশাক কারখানার শ্রমিক মো. নয়নের (২০) মরদেহ। বৃহস্পতিবার বিকেলে গোদনাইলের বারিপাড়ায় পাওয়া যায় ফুলমতি (৮০) নামে এক নারীর লাশ।
পোশাক শ্রমিক নয়ন জামালপুরের বনরামপুর এলাকার মৃত আব্দুল হালিমের ছেলে। স্বজনের বরাতে পুশ আমায় বিছুদিন আগে সিদ্ধিরগঞ্জে মামার বাতির আফোনয়ন। পরে স্থানীয় একটি কারখানায় কাজ নেয়।
নয়নের মামা আব্দুল জলিল থাকেন গোদনাইলের ধানকুণ্ডা এলকায়। তিনি বলেন, তাঁর বাসায়ই থাকত নয়ন। বুধবার ইফতারের পর বাসা থেকে বেরিয়েছিল সে। কিন্তু আর ফেরেনি।
সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সালেকুজ্জামান বলেন, শুক্রবার সকালে ভান্ডারীপুল এলাকায় খালের পানিতে লাশটি ভেসে ওঠে। এলাকাবাসী থানায় সংবাদ দিলে তারা লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
ফুলমতির ছেলে নজরুল ইসলাম জানান, তাঁর মা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। বৃহস্পতিবার গোদনাইলের বারিপাড়ায় খালে লাশ পাওয়া যায়।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ শাহীনুর আলম এ বিষয়ে বলেন, লাশ দুটি ময়নাতন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন ছাড়া কীভাবে তাদের মৃত্যু হয়েছে বলা যাচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho