
শেরপুর প্রতিনিধি: জুলাই বিপ্লবে গত ৪ আগস্ট গুলিতে নিহত শেরপুরের শ্রীবরদী উপজেলার খরিয়া কাজীর চর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ছাত্রদলের সহ-সভাপতি সবুজ হাসানের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তারেক রহমানের পক্ষ থেকে নিহত সবুজ হাসানের পরিবারের সঙ্গে দেখা করতে তার বাড়িতে যান শেরপুর জেলা ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক মো. আলী হাসান।।
এসময় নিহত সবুজের পরিবারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা ও চিকিৎসার ঔষধ দেওয়া হয় এবং তার বোনের পড়াশোনা গতিশীল করতে হযরত আয়েশা সিদ্দিকা (রা:) মহিলা ক্বওমী মাদ্রাসায় ভর্তি কার্যক্রম ও আগাম বেতন প্রদান করা হয়।