শেরপুর প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনের লক্ষ্যে করণীয় নির্ধারণে স্থানীয় জনগণ ও এলিফ্যান্ট রেসপন্স টিম (ERT) সদস্যদের নিয়ে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ মার্চ) বিকালে ময়মনসিংহ বন বিভাগ-এর রাংটিয়া রেঞ্জ উদ্যোগে উপজেলার বনরাণী ফরেস্ট রিসোর্ট চত্বরে এ সভার আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপ সচিব ড. মো: সাইফুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বন অধিদপ্তরের, বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চলের বন সংরক্ষক মো: ছানাউল্লাহ পাটোয়ারী, ময়মনসিংহ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আ.ন.ম আব্দুল ওয়াদুদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুল আলম রাসেল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আল আমিন, শেরপুর জেলা সহকারী বন সংরক্ষক মো: ছাদেকুল ইসলাম প্রমুখ।
অতিথিরা তাদের বক্তব্যে, হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনের লক্ষ্যে করণীয় নির্ধারণে সচেতনতামূলক বিভিন্ন দিক-নির্দেশনা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন ।
এসময় আরও উপস্থিত ছিলেন, রাংটিয়া রেঞ্জ এর রেঞ্জ কর্মকর্তা সহকারী বন সংরক্ষক এসবি তানভীর আহমেদ ইমন, কাংশা ইউপি চেয়ারম্যান মোঃ আতাউর রহমান, বালিজুড়ি রেঞ্জ কর্মকর্তা মোঃ সুমন মিয়া, এলিফ্যান্ট রেসপন্স টিম (ERT) সদস্য সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho