রাউফুর রহমান পরাগঃ আশুলিয়ায় ষড়যন্ত্রমূলক মিথ্যা অপপ্রচারের দাবী জানিয়ে এবং এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে নূরুল আমিন নামের এক রাইস মিল ব্যবসায়ী। এসময় তার সাথে পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
বুধবার (১২ মার্চ) বিকেল চারটার দিকে আশুলিয়ার ভাটিয়াকান্দি তার নিজ বাসভবনে এ সংবাদ সম্মেলন করেন তিনি।
সংবাদ সম্মেলনে ব্যবসায়ী নূরুল আমিন লিখিত বক্তব্যে বলেন, "সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে এক নারীকে ধর্ষণ ও ৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ তুলে আমাকে জড়িয়ে যে সংবাদ প্রচার করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। মূলত আমি একজন রাইস মিল ব্যবসায়ী। কিন্তু দীর্ঘদিন ধরে গাজীবাড়ি এলাকার আনিসুর রহমান ভূইয়ার সাথে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জের ধরে জান্নাত খাতুন কেয়া নামের এক নারীকে দিয়ে আশুলিয়া থানায় একটি ধর্ষণের ও ৫ লাখ টাকা আত্মসাতের লিখিত অভিযোগ দেয়। যা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ হয়। এর আগে, বিগত ৩ মার্চ আমার ব্যবসা প্রতিষ্ঠান গোহাইলবাড়ি রাইস মিলে ওই নারীকে নিয়ে আনিসুর রহমান ও আব্দুর রাজ্জাকসহ অজ্ঞাতনামা ৫/৭ জন এসে ব্যবসা বন্ধ করার হুমকি ও ভয়ভীতি দেখায় এবং ৫ লাখ টাকা চাঁদা দাবী করে। পরে এ ঘটনায় বিজ্ঞ চীপ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চাঁদাবাজির মামলা (নং ৩৫১) দায়ের করি।"
তিনি বলেন," আদালতে মামলা দায়ের করার পর তারা আরো ক্ষিপ্ত হয়ে যান এবং আনিসুর রহমান ওই নারী কেয়াকে দিয়ে ষড়যন্ত্রমূলকভাবে থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেন। সমাজে আমার মান সম্মান ক্ষুন্ন করতে এবং জমি-জমা আত্মসাৎ করতে নানাভানে ষড়যন্ত্র এবং হুমকি অব্যাহত রেখেছে ওই মহলটি। এ থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাদের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।"
সংবাদ সম্মেলনে এসময় মো: নূরুল আমিনের ছেলে ইমতিয়াজ উদ্দিন পরশ সহ পরিবারের সদস্যরা সহ বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho