আঃ হামিদ মধুপুর, টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুর উপজেলায় বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব উদ্বোধন হয়েছে।
বুধবার (১২ মার্চ) সকাল ১১টায় মধুপুর রাণী ভবানী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে চারদিন ব্যাপি কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া।এসময উপস্থিত ছিলেন মধুপুর রাণী ভবানী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল বাছেদ, বিশ্বসাহিত্য কেন্দ্রের উপ-পরিচালক ও ভ্রাম্যমাণ বইমেলা প্রকল্পের সমন্বয়ক উজ্জ্বল হোসেন, ভ্রাম্যমাণ বইমেলার ইউনিট ইনচার্জ অমিত চক্রবর্তী প্রমূখ।
আয়োজক সূত্র জানা যায জ্ঞানভিত্তিক সমাজ গঠনে ভালো বইয়ের বিকল্প নেই। কিন্তু হাতের নাগালে সেরকম বই পাওয়া পাঠকের জন্য দুষ্কর। বছরে একবার বাংলা একাডেমির আয়োজনের গ্রন্থমেলা সারাদেশের পাঠকদের জন্য অপ্রতুল। এ পরিস্থিতিতে দেশের জ্ঞানপিপাসুদের কাছে পৃথিবীর শ্রেষ্ঠ বই সহজলভ্য করার লক্ষ্যে বিশ্বসাহিত্য কেন্দ্র দেশব্যাপী ১২৮ স্থানে ভ্রাম্যমাণ বইমেলার কার্যক্রম চালিয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের আর্থিক সহায়তায় পরিচালিত এ কার্যক্রমের অংশ হিসেবে মধুপুরে ১২ মার্চ থেকে ১৫ মার্চ পর্যন্ত ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়েছে। প্রতিদিন সকাল ১০.৩০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ক্রেতা-দর্শনার্থীদের জন্য মেলা উন্মুক্ত থাকবে।
মেলায় সাহিত্য, দর্শন, চলচ্চিত্র, চিত্রকলা,বিজ্ঞান,রাজনীতি,অর্থনীতি,জীবনী, সমাজবিদ্যাসহ বিশ্বজ্ঞানের অনেক বইয়ের সন্ধান মিলবে।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho