
শেরপুর প্রতিনিধি: জনস্বার্থে সাংবাদিকতা, সাংবাদিকনিরাপত্তায়,,জাগো, এই স্লোগানকে সামনে রেখে শেরপুরে বাংলাদেশ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১৪ মার্চ) বিকালের দিকে শেরপুর পৌর শহরস্থ বটতলা মানবাধিকার সংস্থা আমাদের আইন এর জেলা কার্যালয়ে বাংলাদেশ প্রেসক্লাব শেরপুর জেলা শাখার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এসময় ডেইলি বাংলাদেশ আপডেট পত্রিকার জেলা প্রতিনিধি ও বাংলাদেশ প্রেসক্লাবের শেরপুর জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মোঃ নাজমুল আলম এর সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নিউজ ২১ এর স্টাফ রিপোর্টার শান্ত রায়, জেলা প্রতিনিধি আল মামুন, দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ পত্রিকার ও মুভি বাংলা টিভির জেলা প্রতিনিধি বাংলাদেশ প্রেসক্লাবের জেলা শাখার সাবেক সহ- সাংগঠনিক সম্পাদক মোঃ আমিনুল ইসলাম, দৈনিক আলোর জগত এর জেলা প্রতিনিধি ও বাংলাদেশ প্রেসক্লাবের জেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক কাকন সরকার, দৈনিক উর্মিবাংলা প্রতিদিনের জেলা প্রতিনিধি খাইরুল ইসলাম, দৈনিক বাংলাদেশ সমাচারের শেরপুর প্রতিনিধি আরিফ খান হারুন, দৈনিক মুক্তির লড়াই পত্রিকার জেলা প্রতিনিধি বেলায়েত হোসেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে দৈনিক বিজনেস ফাইলের জেলা প্রতিনিধি সাইদুর রহমান আপন, দৈনিক বিকাল বার্তার জেলা প্রতিনিধি মাকসুদুর রহমান রোমান, দৈনিক সংবাদ দিগন্তের জেলা প্রতিনিধি উসমান গনি, দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি জহুরুল ইসলাম জপি, দৈনিক আমার বার্তার জেলা প্রতিনিধি শামছুল হক, দৈনিক আমাদের দিন এর জেলা প্রতিনিধি মেহেদী হাসান, জাগরনী টিভির জেলা প্রতিনিধি মাহফুজুর রহমান সাইমন, অভিযান নিউজ টিভির জেলা প্রতিনিধি আনোয়ার হোসেনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।