
স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আট বছরের এক শিশুকে বিস্কুটের প্রলোভন দিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক দোকানিকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।শ
শুক্রবার সকালে সিদ্ধিরগঞ্জের নাসিক ৪নং ওয়ার্ডের আটিগ্রামে ঘটনাটি ঘটে। অভিযুক্ত দোকানির নাম সেলিম উদ্দিন (৫০)। সে সিদ্ধিরগঞ্জের আটি গ্রামের নূর হোসেনের বাড়ির ভাড়াটিয়া এবং সিলেটের জামালগঞ্জের আজগর আলী তালুকদারের ছেলে। ভুক্তভোগী শিশুটির দাদীর অভিযোগ, শুক্রবার সকালে শিশুটিকে তার মা বিস্কুট কিনতে টাকা দেয়। টাকা নিয়ে শিশুটি সেলিম উদ্দিনের দোকানে গেলে বিস্কুটের প্রলোভন দিয়ে কৌশলে সে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। এসময় শিশুটি চিৎকার দিলে আশেপাশের লোকজন অভিযুক্ত সেলিমকে আটক করে। এলাকাবাসী সেলিমকে মারধর করে। পরে সিদ্ধিরগঞ্জ থানায় বিষয়টি অবহিত করলে পুলিশ এসে অভিযুক্ত সেলিমকে উদ্ধার করে নিয়ে যায়।
এবিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহিনূর আলম জানান, আজ শুক্রবার সকালে সিদ্ধিরগঞ্জের আটিগ্রামে আট বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে সেলিম উদ্দিন নামে এক ব্যক্তিকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছে। ভুক্তভোগী ওই শিশুটির পরিবারের লোকজনও থানায় এসেছে। এ বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।