শেরপুর প্রতিনিধি: "সত্যের সাথে আগামীর পথে, মানব সেবার আমরা ঐক্যবদ্ধ" এ স্লোগানকে সামনে রেখে শেরপুরে সুপার হিরো ডিএ তায়েব ফ্যান ক্লাবের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ভিক্ষুকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
সুপার হিরো ডিএ তায়েব ফ্যান ক্লাবের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি রহুল আমীন কিরণ, সেক্রেটারী কামাল আহমেদ ও যুগ্ম সাধারণ সম্পাদক এনাম ডিএ তাদের নির্দেশনায় ১৫ মার্চ শনিবার সকাল ১১ টায় শেরপুর সদর উপজেলার খাজিরখামার বাজারে সুপার হিরো ডিএ তায়েব ফ্যান ক্লাব শেরপুর জেলা শাখার আয়োজনে শতাধিক অসহায়, হতদরিদ্র ও ভিক্ষুকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো, দুধ, কলা, খেজুর ও মুড়ি।
খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, সুপার হিরো ডিএ তায়েব ফ্যান ক্লাব শেরপুর জেলা শাখার প্রধান উপদেষ্টা মো: সামিউল আলম টুটন, সিনিয়র উপদেষ্টা শহিদুল ইসলাম, এমআর করিম রসুল, উপদেষ্টা আনিসুর রহমান, সভাপতি জাকির হোসেন মিন্টু, সহ-সভাপতি বাবুল মিয়া, সিনিয়র সহ-সভাপতি হিরা খান, যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ, সহ-যুগ্ন সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিলন, সহ- সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ, যুগ্ম সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান অপু, যুগ্ন প্রচার সম্পাদক রমজান আলী, কোষাধ্যক্ষ তৌফিক হাসান আপন, ক্রীড়া সম্পাদক শিমুল আহমেদ, আন্তর্জাতিক সম্পাদক রেজাউল করিম, নারী বিষয়ক সম্পাদক নাদিয়া আক্তারসহ আরো অনেকে।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho