১১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

দেশের প্রতিটি ক্রান্তিলগ্নে বিএনপি হাল ধরেছে: মাসুদ

  • Reporter Name
  • প্রকাশের সময়ঃ ০৫:১৬:০৩ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫
  • ৫৩ বার পড়া হয়েছে

 

শেরপুর প্রতিনিধি: দেশের প্রতিটি ক্রান্তিলগ্নে বিএনপি হাল ধরেছে মন্তব্য করে শেরপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সভাপতি মো. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, আজকে বিএনপির ৩১ দফা সাধারণ মানুষের কাছে গিয়ে বুঝাতে হবে। বিএনপি সবসময় মানুষের কল্যাণে সংস্কার করে গেছে। একটা কথা মনে রাখতে হবে, সেটি হলো— বাংলাদেশে যতগুলো ক্রান্তিলগ্ন এসেছে, বিএনপি প্রতিটি সময় হাল ধরেছে।

শুক্রবার (১৪ মার্চ) নকলা উপজেলা যুবদলের উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আজকে জুলাই-আগস্টে আমাদের যে আন্দোলন হয়েছে, বুকের রক্ত দিয়ে যারা এ দেশকে মুক্ত করেছে তাদের প্রতি আমাদের শ্রদ্ধা এবং অভিনন্দন রয়েছে। সেইসঙ্গে মনে রাখতে হবে তাদের বুকের রক্ত কিন্তু এখনও শুকায়নি। রাজপথ এখনো তাদের রক্তে লাল হয়ে আছে। অথচ শেখ হাসিনাকে নিয়ে ভারত সরকার এই দেশে আন্তর্জাতিক চক্র হিসেবে নানারকম মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে দেশকে নানাভাবে অস্থিতিশীল করার চেষ্টা করছে। সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

নকলা উপজেলা যুবদলের আহ্বায়ক শফিউল আলম পলাশ এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি শ্রী জিতেন্দ্র মজুমদার, সহ সভাপতি মীর কাশেম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মফিজুল হক মোল্লা।

উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুরাদুজ্জামান মাসুম এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে জেলা যুবদলের সহ সভাপতি মোর্শেদুজ্জামান, দপ্তর সম্পাদক রেজাউল করিম বাবু, শহর যুবদলের সাবেক আহ্বায়ক রাসেল সিকদারসহ নকলা উপজেলা ও শহর যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :
About Author Information

জনপ্রিয়

মানিকগঞ্জে জামায়াতে ইসলামীর পুটাইল ইউনিয়ন শাখার কর্মীসভা অনুষ্টিত

দেশের প্রতিটি ক্রান্তিলগ্নে বিএনপি হাল ধরেছে: মাসুদ

প্রকাশের সময়ঃ ০৫:১৬:০৩ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫

 

শেরপুর প্রতিনিধি: দেশের প্রতিটি ক্রান্তিলগ্নে বিএনপি হাল ধরেছে মন্তব্য করে শেরপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সভাপতি মো. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, আজকে বিএনপির ৩১ দফা সাধারণ মানুষের কাছে গিয়ে বুঝাতে হবে। বিএনপি সবসময় মানুষের কল্যাণে সংস্কার করে গেছে। একটা কথা মনে রাখতে হবে, সেটি হলো— বাংলাদেশে যতগুলো ক্রান্তিলগ্ন এসেছে, বিএনপি প্রতিটি সময় হাল ধরেছে।

শুক্রবার (১৪ মার্চ) নকলা উপজেলা যুবদলের উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আজকে জুলাই-আগস্টে আমাদের যে আন্দোলন হয়েছে, বুকের রক্ত দিয়ে যারা এ দেশকে মুক্ত করেছে তাদের প্রতি আমাদের শ্রদ্ধা এবং অভিনন্দন রয়েছে। সেইসঙ্গে মনে রাখতে হবে তাদের বুকের রক্ত কিন্তু এখনও শুকায়নি। রাজপথ এখনো তাদের রক্তে লাল হয়ে আছে। অথচ শেখ হাসিনাকে নিয়ে ভারত সরকার এই দেশে আন্তর্জাতিক চক্র হিসেবে নানারকম মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে দেশকে নানাভাবে অস্থিতিশীল করার চেষ্টা করছে। সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

নকলা উপজেলা যুবদলের আহ্বায়ক শফিউল আলম পলাশ এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি শ্রী জিতেন্দ্র মজুমদার, সহ সভাপতি মীর কাশেম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মফিজুল হক মোল্লা।

উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুরাদুজ্জামান মাসুম এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে জেলা যুবদলের সহ সভাপতি মোর্শেদুজ্জামান, দপ্তর সম্পাদক রেজাউল করিম বাবু, শহর যুবদলের সাবেক আহ্বায়ক রাসেল সিকদারসহ নকলা উপজেলা ও শহর যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।