আজ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৫ ইং

মানিকগঞ্জ ট্রাফিক পুলিশ কনস্টেবল শাহীন আসলে কেমন

নিজস্ব প্রতিবেদকঃ মানিকগঞ্জে যুবদল নেতার পরিচয় দিয়ে দায়িত্বরত ট্রাফিক পুলিশকে চাকরিচ্যুত ও মারধরের হুমকি দেওয়ার অভিযোগে শরিফুল ইসলাম শামীম নামে এক যুবদল নেতাকে আটক করেছে পুলিশ।

তারই দুইদিন আগে এই ট্রাফিক পুলিশের নামে অভিযোগ আছে আমাদের কাছে অভিযোগ কারি বলেন। রাস্তা দিয়ে ইফতার করার জন্য যাচ্ছি,, আল-হেরা মাদ্রাসাই,,,তখন রাস্তাই দেখতে পেলাম এই পুলিশ একটা যুব রিক্সাওয়ালাকে ,,, গলাই ধরছে,, আর মা বাবা তুলে গালি দিচ্ছে,,,পরে আমি সামনে এগিয়ে বললাম রোজার মাস মাফ করে দেন,,,,আল্লাহ রস্তে পরে আমাকে বলে তুই কোন চেট এর বা/ল,,, পরে মানুষ জড় হতে থাকে পরে লোক দেখে পুলিশ সদস্য ছেরে দেন,,,আরেক দিন বাইক নিয়ে যাচ্ছি সত্যি বলতে হেলমেট ছিল না আমাদের বাইক এ ২ জন ছিলাম,,,পরে আমাদের ধরে আর তুই তামারি বলে বাইক ধরে আর বলে আমি চাইলে তর গাড়ি খেয়ে দিতে পারি,,,কিন্তু আফসোস যে পাশে এক বাইক এ হলার লাগানো আর বাইক এ ৩ জন ছিল তাদের কিছু বলে নাই উল্টে আমাদের রাগ দেখালেন,,সাথে হুজুর ছিলেন হুজুর কে গালি দেন,,,পরে যেমনে সরি চেয়ে সেদিন থেকে আসলাম,,,,এই হলো আওয়ামী লীগ ধূসরদের আসল পরিচয়,,আওয়ামী লীগ সরকার চলে গেছে কিন্তু তার,,, ধূসর ফ্যাসিত রয়ে গেছে

এই ঘটনার দুই দিন আগে আমাদের কাছে এই মেসেজটি দেন এক অভিযোগকারি৷

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ