আজ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৫ ইং

জাবিতে ১২ শিক্ষক বরখাস্ত, স্থাপনার নাম পরিবর্তনের সিদ্ধান্ত জাবি প্রতিনিধি

 

জাবি প্রতিনিধিঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রলীগ ও পুলিশের হামলায় জড়িত থাকার অভিযোগে অন্তত ১২ জন শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্ষদ সিন্ডিকেট। এছাড়া আরও কয়েকজন শিক্ষকের সংশ্লিষ্টতা খতিয়ে দেখতে অনুষদভিত্তিক ছয়টি স্ট্রাকচারাল কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (১৭ মার্চ) দিবাগত রাত একটার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত সিন্ডিকেট সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানান সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ।

সাময়িক বরখাস্ত হওয়া শিক্ষকদের মধ্যে রয়েছেন—
সাবেক প্রক্টর অধ্যাপক আলমগীর কবির, সহযোগী অধ্যাপক ফিরোজ-উল-হাসান, সমাজবিজ্ঞান অনুষদের সাবেক ডিন অধ্যাপক বশির আহমেদ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সাবেক প্রাধ্যক্ষ অধ্যাপক ইস্রাফিল আহমেদ, এছাড়া সাবেক উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম অবসরে চলে যাওয়ায় তার পেনশন সুবিধা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ে শেখ পরিবারের কয়েকজন সদস্যর নামে থাকা স্থাপনার নাম বাতিলের সিদ্ধান্ত হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, শেখ রাসেল হল এবং শেখ হাসিনা হলের নাম পরিবর্তন করা হবে বলে জানা গেছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ