আজ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৫ ইং

শেরপুরের নকলায় আরো ৩টি অবৈধ ইটভাটায় উচ্ছেদ অভিযান

 

শেরপুর প্রতিনিধি: শেরপুরের নকলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩টি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ইটভাটার চিমনি গুড়িয়ে দিয়েছে প্রশাসন। মহামান্য হাইকোর্টের ১৩৭০৫/২০২২ নং রিট পিটিশনের আদেশ অনুযায়ী শেরপুর জেলার নকলা উপজেলায় ৩টি অবৈধ ইটভাটায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তর।

১৭ মার্চ সোমবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নকলা উপজেলার পাইস্কা এলাকায় মেসার্স রিজন ঝিগঝাগ ব্রিকস, তেঘরি এলাকায় মেসার্স পূবালী ব্রিকস এবং জানকিপুর এলাকায় মেসার্স বাবা ঝিগঝাগ ব্রিকসে অভিযান চালিয়ে অবৈধ ইটভাটার চিমনি গুড়িয়ে দেওয়া সহ সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ তাকী তাজওয়ার ।

এসময় উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: নুর কুতুবে আলম সিদ্দিক, পরিদর্শক সুশীল কুমার দাস সহ কর্মচারীবৃন্দ।

অভিযান পরিচালনায় সেনাবাহিনীর সদস্যবৃন্দ, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এর প্রতিনিধি এবং শেরপুর পুলিশ লাইন্স ও সদর থানার পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

মহামান্য হাইকোর্টের আদেশে পরিবেশ দূষণ রোধে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে ভাটাগুলো উচ্ছেদ করা হচ্ছে এবং জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ