আজ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৫ ইং

জাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের হামলার ঘটনায় ২৮৯ জনকে সাময়িক বহিষ্কার 

জাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের হামলার ঘটনায় ২৮৯ জনকে সাময়িক বহিষ্কার

নিজস্ব প্রতিবেদকঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ২৮৯ জন ছাত্রলীগ নেতাকর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। সার্টিফিকেট বাতিলসহ ফলাফল আটকে দেয়ার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসম। এছাড়া হামলায় মদদ দেয়ার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে ৯ শিক্ষক ও তিন কর্মকর্তা-কর্মচারীকে।

সোমবার বেলা ১১টায় শুরু হওয়া সিন্ডিকেট সভা শেষ হয় ভোর রাতে। সেখানেই নেয়া হয় এমন সিদ্ধান্ত।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপর করা হামলার প্রায় আট মাস পর জড়িত শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের সনাক্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলো বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এঘটনায় ৯ জন শিক্ষক, ৩ জন কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত ও ২৮৯ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়। বহিষ্কৃত সবাই ছাত্রলীগের নেতাকর্মী বলে জানা গেছে।

এদিকে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা- কর্মচারী বিরুদ্ধে ব্যবস্থা নেয়ায় স্বস্তি প্রকাশ করেন সে সময়কার আহত শিক্ষক শিক্ষার্থীরা। তবে কোন নির্দোষ যেন শাস্তি না পায় সেদিকে লক্ষ্য রাখার আহবান তাদের।

এমন আদেশে দারুন খুশি সাধারণ শিক্ষার্থীসহ বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের নেতাকর্মীরা।

এছাড়াও প্রাথমিক তদন্তে নাম আসা আরও ১০ শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গঠন করা হয় ছয়টি স্ট্রাকচারাল কমিটি। স্থগিত করা হয় সাবেক ভিসি ও ট্রেজারারের পেনশন সুবিধা।

 

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ