আজ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৫ ইং

শার্শায় ফেন্সিডিলসহ এক কারবারি আটক

 

বেনাপোল (যশোর) প্রতিনিধিঃ যশোরের শার্শায় ৪২ (বিয়াল্লিশ) বোতল ভারতীয় ফেন্সিডিলসহ বিল্লাল হোসেন নামে এক মাদক কারবারিকে আকট করেছে পলিশ।

মঙ্গলবার (১৮ মার্চ) সকাল ১১ টার দিকে শার্শা থানার মান্দারতলা এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক বিল্লাল হোসেন বেনাপোল পোর্ট থানাধীন খড়িডাঙ্গা গ্রামের মৃত নাজিমউদ্দীনের ছেলে।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে শার্শা থানাধীন পান্তাপাড়া টু মান্দারতলা সড়কের বটতলা নামক স্থানে পাকা রাস্তার উপর হইতে ৪২ (বিয়াল্লিশ) বোতল মাদকদ্রব্য ফেন্সিডিলসহ বিল্লাল হোসেন নামে ঐ ব্যক্তিকে হাতেনাতে আটক করেন।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরিউল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তির নামে একটি মাদক আইনে মামলা হয়েছে। জব্দকৃত মাদক ও আটক ব্যক্তিকে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ