শেরপুর প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী স্টিফেন মারাককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৯মার্চ) তাকে উপজেলার নলকুড়া ইউনিয়নের মরিয়ম নগর বারোয়ামারি নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত স্টিফেন মারাক একই এলাকার উপেন্দ্র চিরানের ছেলে।
পুলিশ জানায়, উপজেলার নলকুড়া ইউনিয়নের মরিয়মনগর বারোয়ামারি এলাকার উপেন্দ্র চিরানের ছেলে স্টিফেন মারাকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় গত ৫বছর আগে যাবজ্জীবন সাজা প্রদান করেন আদালত। আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত হওয়ার পর থেকেই আত্মগোপনে চলে যায় স্টিফেন মারাক। মাঝেমধ্যে অতিগোপনে নিজ বাড়ীতেও যাতায়াত করতো। পরে গোপনে সংবাদ পেয়ে বুধবার দুপুরে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন সঙ্গীয় পুলিশ নিয়ে অভিযান চালিয়ে স্টিফেন মারাককে তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করে।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী স্টিফেন মারাককে গ্রেফতারের পর বুধবার বিকেলেই আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho