স্টাফ রিপোর্টারঃ মানিকগঞ্জে এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মো. রফিকুল ইসলাম নামে এক মাদ্রাসার শিক্ষককে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
গতকাল বুধবার দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়। রাত দেড়টার দিকে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমান উল্লাহ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতারকৃত মো. রফিকুল ইসলাম মানিকগঞ্জ সিদ্দিকনগর দরবার শরিফ মাদ্রাসার শিক্ষক এবং জেলার সাটুরিয়া উপজেলার গোপালপুর গ্রামের আব্দুল মোতালেবের ছেলে।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ জানান, মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক মো. রফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আজ বৃহস্পতিবার তাকে আদালতে প্রেরণ করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho