শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ ও জড়িতদের শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন উপজেলার সর্বস্তরের ছাত্র জনতা।
ছাত্র জনতার আয়োজনে ১৯ মার্চ বুধবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ওই বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ মিছিলে 'চোরেরা চুরি করে, প্রশাসন কি করে?' সাইদ, সবুজ, মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, ইনকিলাব জিন্দাবাদসহ বিভিন্ন শ্লোগান দেয়। অবস্থান কর্মসূচিতে ছাত্র জনতার পক্ষ থেকে বক্তব্য দেন, সুলতান মাহমুদ সুমন, আল শাহরিয়ার শুভ, সালমান, আরিফ, শাকিল। এ সময় বালু উত্তোলন বন্ধ ও জড়িতদের শাস্তির ব্যবস্থা করতে তিন দিনের আল্টিমেটাম দেন বিক্ষুব্ধ ছাত্র জনতা। তিন দিনের মধ্যে বালু উত্তোলন বন্ধ না করা হলে কঠোর আন্দোলনের হুশিয়ারীও দেন বক্তারা।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho