আব্বাসী,স্টাফ রিপোর্টারঃ মানিকগঞ্জে জাতীয়তাবাদী যুবদলের বিরুদ্ধেমিডিয়া ট্রায়াল ও সাবেক ছাত্রদল নেতা ফজলুল করিম শামীম এর গ্রেতার প্রসঙ্গে সংবাদ সম্মেলন করেছে জেলা যুবদলের নেতাকর্মীরা।
আজ বৃহস্পতিবার (২০ মার্চ) বেলা সারে এগারোটায় মানিকগঞ্জ প্রেসক্লাব সম্মেলন কক্ষে জেলা যুবদল এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন
মানিকগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন। লিখিত বক্তব্যে বলেন, ট্রাফিক পুলিশ টিআই হামিদ, টিআই আলী আকবর, এটি আই ইশারাত ও সার্জেন্ট রফিক সাবেক ছাত্রদল নেতা শামিমকে হেনস্তা ও উদ্দেশ্য প্রণোদিতভাবে টেনে হিচরে অমানবিকভাবে গ্রেফতার করে মামলা দিয়ে হয়রানি করছেন।
অনতিবিলম্বে সাবেক ছাত্রদল নেতাকে মুক্তি ও চাঁদাবাজ ট্রাফিক পুলিশের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেবার জোর দাবি জানান তারা।
তারা আরোজানান, ট্রাফিক পুলিশ টিআই হামিদ, টিআই আলী আকবর, এটি আই ইশারাত ও সার্জেন্ট রফিকের বিরুদ্ধে প্রশাসন কোন ব্যবস্থা না নিলে সাংগঠনিক কর্মসূচী দেওয়া হবে।
এসময় জেলা যুবদলের আহবায়ক কাজী মোস্তাক হোসেন দীপু, যুগ্ম আহবায়ক জিয়াউদ্দিন আহমেদ কবীর,মাসুদ পারভেজ, এ্যাডভোকেট উজ্জল হোসেনসহ জেলা যুবদলের সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গত ১৬ মার্চ শহরের শিশির রাজ হোটেলের সামনে থেকে রং রোডে রিক্সা নিয়ে যাওয়া ও সরকারি কাজে বাঁধা দেবার দায়ে ট্রাফিক পুলিশ তাকে গ্রেফতার করে। পরে থানায় নিয়ে মামলা রুজু করে আদালতে প্রেরণ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho