রাউফুর রহমান পরাগঃ সাভারে এক কেজী গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার কেরেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার বিকেলে সাভার পৌর এলাকার শিমুলতলা থেকে তাকে গ্রেপ্তার করেছেন ডিবি পুলিশ।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর নামের রাশেদ মোল্লা(২১)। সে যশোর মনিরামপুর থানার মর্তাপুর গ্রামের আব্দুল হাইয়ের ছেলে। বর্তমানে সে সাভার রেডিও কলোনী বউ বাজার জিন্নত আলীর বাড়ীর ভাড়া বাসায় বসবাস করতেন।
ডিবি পুলিশ জানায়,শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে শিমুলতলা এলাকা থেকে মাদক ব্যবসায়ী রাশেদকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে এক কেজী গাঁজা উদ্ধার করা হয়। পরে আজ তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান ডিবি পুলিশ।