আজ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৫ ইং

গাজিরখামার ইউনিয়নে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে জামায়াতে ইসলামীর ফুডপ্যাক উপহার প্রদান

 

শেরপুর প্রতিবিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর সদর উপজেলার ৪নং খাজিরখামার ইউনিয়ন শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মাঝে জামায়াতে ইসলামীর ফুডপ্যাক উপহার প্রদান করা হয়েছে।

২২ মার্চ শনিবার সদর উপজেলার গাজিরখামার এলাকায় ইউনিয়ন জামায়াতের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে ও ৭নং ওয়ার্ড জামায়াতের সভাপতি আবু বকর সিদ্দিকের সঞ্চালনায় ফুডপ্যাক উপহার প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর সদর উপজেলা শাখার আমীর মাওলানা আতাউর রহমান, বায়তুল মাল সম্পাদক শফিউল ইসলাম স্বপনসহ আরো অনেকে।

এছাড়াও জামায়াতের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

এসময় ৫০টি পরিবারের মাঝে ফুডপ্যাক উপহার প্রদান করা হয়। প্রতিটি প্যাকেটে ছিলো ৫ কেজি নাজিরশাইল চাল, ১ কেজি চিনিগুড়া চাল, ১ কেজি মশুর ডাল, ১ কেজি আটা, ১ কেজি ময়দা, ৫০০ গ্রাম সুজি, ৫০০ মিলি সরিষার তেল এবং ২৫০ গ্রাম খেজুর।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ