আজ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৫ ইং

সুনামগঞ্জের দোয়ারাবাজারে টিসিবির পণ্যসহ আটক ৩

 

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নে টিসিবির পণ্যসহ তিনজন কে আটক করেছে যৌথবাহিনী।

শুক্রবার (২১ মার্চ) উপজেলার সুরমা ইউনয়নের প্রাণকেন্দ্র মহব্বতপুর বাজার থেকে টিসিবির পণ্যসহ তিনজন কে আটক করা হয়। এ সময় ১৮ বোতল ৩৬ লিটার সয়াবিন তেল আটকপূর্বক উদ্ধার করা হয়।

আটককৃত মহব্বতপুর বাজার ব্যবসায়ী মুদি দোকানী মো.সমশের আলী জানান, উকিল দাস এর কাছ থেকে কিনেছেন তিনি।

উকিল দাসের কাছে জানতে চাইলে তিনি বলেন, আব্দুন নূর এর কাছ থেকে তিনি কিনেছেন,

আব্দুন নূর কাছে জানতে চাইলে বলেন, আমার একটা কার্ড আছে বাকি ১৭ লিটার তৈল কার্ডদারীদের কাছ থেকে কিনে বিক্রি করেছি, তাদের পরিচয় জানি না।

গোপন সংবাদের ভিত্তিতে সেনা ক্যাপ্টেন সোয়েব বিন আহমেদের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থল থেকে টিসিবির পণ্যসহ তিনজন কে আটক করে।

শুক্রবার বিকেলে ,দোয়ারাবাজার উপজেলা নির্বাহী অফিসার নেহের নিগার তনু, দোয়ারাবাজার থানার ওসি তদন্ত, এস আই আসলাম, এস আই মিজান এর উপস্থিতিতে মোবাইল কোর্টে আটককৃত তিন জন কে ২০ হাজার করে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নেহের নিগার তনু সত্যতা নিশ্চিত করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ