আজ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৫ ইং

আশুলিয়া ইউনিয়ন যুবদল আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল

 

রাউফুর রহমান পরাগঃ আজ শনিবার ২২শে মার্চ আশুলিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড এর ধলপুর এলাকায় আশুলিয়া ইউনিয়ন যুবদল আয়োজিত এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো: আইয়ুব খান ।

প্রধান অতিথির বক্তব্যে মো: আইয়ুব খান বলেন, দীর্ঘ আন্দোলন ও সংগ্রামের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদ মুক্ত দেশ পেয়েছি। এখন এই দেশকে এগিয়ে নিতে জনাব তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন এর মাধ্যমে একটি সুন্দর ও শান্তিপূর্ণ দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। মো: শাহাবুদ্দিন বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত দোয়া ও ইফতার মাহফিল শুরুর পূর্বে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়।

এ সময় আশুলিয়া ইউনিয়নের বিএনপি, যুবদল, ছাত্রদল সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ