আজ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৫ ইং

বিশ্ব পানি দিবসে মানিকগঞ্জে রালী ও আলোচনা সভা

আব্বাসী,স্টাফ রিপোর্টারঃ ‘হিমবাহ সংরক্ষণ’ এই প্রতিপাদ্য নিয়ে সারাদেশ ব্যপী বিশ্ব পানি দিবস উদযাপনের অংশ হিসেবে মানিকগঞ্জে রালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ মার্চ) রালী শেষে জেলা প্রশাসকের সভাকক্ষে জেলা প্রশাসন ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এর আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা এর পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আতিকুল মামুন এর সভাপতিত্বে ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড মানিকগঞ্জের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আক্তারুজ্জামান এর সঞ্চালনায় আলোচনা করেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ মাহবুব, শিবালয় সাব জোনালের এজিএম মো. মাহবুব আলম, পাওয়ার গ্রীডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ গিয়াস মাহমুব, মানিকগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক সাংবাদিক জাহাঙ্গীর আলম বিশ্বাস, উদীচী শিল্পীগোষ্ঠীর সাবেক সভাপতি গাজী ওয়াজেদ আলম লাবু, বারসিক প্রকল্প কর্মকর্তা মো. নজরুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন মানিকগঞ্জের নদী নালা খাল বিল খনন করতে হবে। এছাড়াও দখল দুষন প্রতিরোধে সকল স্তরে থেকে একসাথে কাজ করতে হবে। মিঠা পানির সংকট আসন্ন তাই এখনই প্রস্তুতি নিয়ে বৈশ্বিক জলবায়ু সংকট মোকিবিলায় সক্ষমতা বৃদ্ধি করতে হবে। মানিকগঞ্জ শহরের খালসহ সকল খাল,পুকুর, ডোবা মুক্ত করে পরিবেশবান্ধব জীবন চর্চা বৃদ্ধি করতে হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ