আলোকিত কন্ঠ ডেস্কঃ বেলুচিস্তানে পৃথক দুই হামলায় চার পাকিস্তানি পুলিশসহ ৮ জনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পাকিস্তানি সংবাদমাধ্যম ডন বলছে, শনিবার (২২ মার্চ) পাঞ্জাব প্রদেশের চার শ্রমিককে বেলুচিস্তানের কালাত জেলায় গুলি করে হত্যা করা হয়। এছাড়া নোশকি জেলায় একইভাবে চার পুলিশ সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে।
কালাতের ডেপুটি কমিশনার (ডিসি) ক্যাপ্টেন জামিল বালোচ একটি বিবৃতিতে বলেছেন, দুপুর আড়াইটার দিকে কালাটের মাঙ্গোচর শহরের মালংজাই এলাকায় "অজ্ঞাত হামলাকারীরা গুলি চালিয়ে চার শ্রমিককে হত্যা করে"।
শ্রমিকরা একসঙ্গে পাঁচজন থাকলেও একজন বেঁচে গেছেন। তারা সবাই সাদিকাবাদের বাসিন্দা এবং বোরওয়েল ড্রিলার হিসাবে কাজ করছিলেন। ডিসি আরও বলেছেন, লেভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছে এবং মৃতদেহগুলোকে ডাক্তারি পরীক্ষার জন্য গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র মান্দে হাজিতে নিয়ে যাওয়া হয়েছে। তবে কোনো গোষ্ঠী এখনো হামলার দায় স্বীকার করেনি।
এদিকে, নোশকির সিনিয়র পুলিশ সুপার হাশেম খান বলেছেন, মোটরসাইকেল আরোহী সশস্ত্র ব্যক্তিরা গরিবাবাদ এলাকায় টহলরত পুলিশের একটি দলের উপর গুলি চালালে ঘটনাস্থলেই চার পুলিশ সদস্য শহিদ হন। তিনি বলেন, মরদেহগুলোকে হাসপাতালে নেয়া হয়েছে। পুলিশ হামলাকারীদের খোঁজে তল্লাশি চালিয়ে এলাকাটি ঘিরে রেখেছে।
পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি এই হামলার তীব্র নিন্দা করেছেন এবং নিরস্ত্র শ্রমিকদের লক্ষ্য করে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, “নিরাপরাধ শ্রমিক ও বেসামরিক নাগরিকদের টার্গেট করা খুবই নৃশংস ও নিন্দনীয় কাজ। পাশাপাশি হামলার নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রীও।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho